ঢাকা শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

জনগণকে সঙ্গে নিয়ে ক্ষমতায় যেতে চায় এনসিপি: হাসনাত আবদুল্লাহ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯ ডিসেম্বর, ২০২৫, ০৫:০৬ বিকাল

ছবি: সংগ্রহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, তারা জনগণকে সঙ্গে নিয়ে ক্ষমতায় যেতে চায় এবং কোনো নিয়ন্ত্রিত বা বাহ্যিক প্রভাবের অধীনে সরকার গঠন করতে চায় না।

মঙ্গলবার তিনি ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় সাক্ষীর জবানবন্দি প্রদান করার পর সাংবাদিকদের এ মন্তব্য করেন।

হাসনাত জোর দিয়ে বলেন, মিডিয়া, ব্যুরোক্রেসি বা মিলিটারির নিয়ন্ত্রণের মাধ্যমে এবং পাশের দেশের কনসার্নকে বিবেচনায় রেখে তারা ক্ষমতায় যেতে চায় না।

তিনি আরও বলেন, জনগণ যদি তাদেরকে ম্যান্ডেট দেয় এবং তাদেরকে ক্ষমতায় যাওয়ার জন্য যোগ্য মনে করে, তখন তারা জনগণকে সঙ্গে নিয়ে সরকার গঠনের জন্য প্রস্তুত।

Link copied!