ঢাকা শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

তারেক রহমানের ‘আমজনতার দল’ ও ‘জনতার দল’ পাচ্ছে আনুষ্ঠানিক নিবন্ধন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪ ডিসেম্বর, ২০২৫, ০৩:০৭ দুপুর

ছবিঃ সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষা ও তীব্র রাজনৈতিক চাপের পর অবশেষে তারেক রহমানের নেতৃত্বাধীন ‘আমজনতার দল’ এবং ‘জনতার দল’কে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) আনুষ্ঠানিকভাবে নিবন্ধন দিতে যাচ্ছে। নতুন দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার খবর বৃহস্পতিবার ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি এবং রাজনৈতিক সমীকরণকে সামনে রেখে নতুন দলগুলোকে নিবন্ধন দেওয়ার প্রক্রিয়াটি বিশেষ গুরুত্ব পেয়েছে। ‘আমজনতার দল’-এর সদস্য সচিব তারেক রহমান ইসির দীর্ঘ অনীহার প্রতিবাদে ৪ নভেম্বর থেকে নির্বাচন ভবন সংলগ্ন এলাকায় আমরণ অনশনে বসেছিলেন, যা শীত ও অসুস্থতা উপেক্ষা করে টানা ১২৫ ঘণ্টা চলেছে। অনশন চলাকালীন তার শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে বিভিন্ন রাজনৈতিক দল এবং সুশীল সমাজ ইসির কাছে দ্রুত পদক্ষেপের আহ্বান জানিয়েছিল।

এই অনশন এবং পরবর্তী চাপের পর ইসি জরুরি বৈঠক করে দলের আবেদন পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেয়। পুনর্বিবেচনার পরিপ্রেক্ষিতেই ইসি এখন আনুষ্ঠানিকভাবে দুই দলকে নিবন্ধন প্রদানের প্রস্তুতি নিচ্ছে, যা রাজনৈতিক মহলে নতুন দলগুলোর কার্যক্রম এবং নির্বাচনী কৌশলকে শক্তিশালী করবে।

 

Link copied!