ঢাকা শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার শারীরিক অবস্থার গুজব-বিভ্রান্তিতে কান দেবেন না: রুহুল কবির রিজভী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০১ ডিসেম্বর, ২০২৫, ০৪:৫৭ দুপুর

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বর্তমানে সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর মোহাম্মদপুরে বিএনপির কেন্দ্রীয় নেতা মাহবুব ইসলামের বাসভবনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজন করা বিশেষ দোয়া অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে সবাইকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ছড়ানো গুজব ও বিভ্রান্তিতে কান না দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসা চলমান রয়েছে এবং যা চিকিৎসা চলছিল, তা আগের মতোই আজও দেওয়া হচ্ছে। কোনো নতুন তথ্য ছাড়া অন্য যে তথ্যই প্রকাশ করা হোক, তাতে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি অনুরোধ করেন। রিজভী আরও জানান, খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি সারাদেশের মানুষের জন্য গুরুত্বপূর্ণ, তাই তার জন্য সবাই আল্লাহর কাছে দোয়া করছেন।

তিনি বলেন, খালেদা জিয়া গুরুতর অসুস্থ হলেও চিকিৎসা প্রক্রিয়া স্থিতিশীল রয়েছে এবং দলের সকল স্বাস্থ্য বিষয়ক কমিটি তার সঙ্গে যুক্ত। অনুষ্ঠানে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক, সহ-সম্পাদক, নির্বাহী কমিটির সদস্য এবং অন্যান্য নেতা ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

Link copied!