ঢাকা শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

ক্ষমতার বাইরে থেকেও অনেকে ক্ষমতার ছায়া দেখাচ্ছে: শফিকুর রহমান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০১ ডিসেম্বর, ২০২৫, ০৫:৪৩ বিকাল

ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় না গিয়েও কিছু ব্যক্তি ও দল দেশের মানুষ এবং প্রশাসনের ওপর তাদের ক্ষমতার প্রভাব প্রদর্শন করছেন।

তিনি উল্লেখ করেন, কিছু দুর্নীতিগ্রস্ত এবং চাঁদাবাজি চালানো ব্যক্তি দেশকে ক্ষতিগ্রস্ত করছে, যা শহীদদের রক্তের প্রতি বিশ্বাসঘাতকতা। সম্প্রতি খুলনা মহানগরীর শিববাড়ী বাবরী চত্বরে জামায়াতে ইসলামীসহ আন্দোলনরত ৮ দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রশাসনিক কু, ছলে-বলে ষড়যন্ত্র, এবং চাঁদাবাজি সমাজকে অতিষ্ঠ করেছে।

তিনি জনগণকে সতর্ক করে বলেন, দেশে যেকোনো ধরনের অবৈধ ক্ষমতার ব্যবহার বরদাস্ত করা হবে না এবং প্রয়োজনে বিপ্লবী শক্তি আবারও এগিয়ে আসবে। শফিকুর রহমান বলেন, দেশের জনগণকে প্রতিনিয়ত দুর্নীতি, ফ্যাসিবাদ, বৈষম্য ও দুঃশাসনের বিরুদ্ধে সচেতন থাকতে হবে।

Link copied!