ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, স্বচ্ছ এবং অর্থবহভাবে আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবেন বলে আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
সকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন–এর নেতৃত্বে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচন ও গণভোটের প্রস্তুতি, তফসিল ঘোষণার প্রেক্ষাপট এবং সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা করে। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পর্কে খোঁজ নেন এবং কমিশনের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন। কমিশনের প্রতি আস্থা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য তাঁর পক্ষ থেকে “যতটা দেওয়ার সুযোগ আছে, তার থেকেও বেশি দেবেন—কম দেবেন না।”
সাক্ষাতে সিইসি রাষ্ট্রপতিকে ভোটার তালিকা হালনাগাদ, রাজনৈতিক দলগুলোর নিবন্ধন অবস্থা, নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের পরিকল্পনা, ব্যালট পেপারের রং ও মুদ্রণ পদ্ধতি, ভোটারদের হাতে ব্যালট পৌঁছানো, মক ভোটিংয়ে ভোটার প্রতি সময়, এবং গণনার পদ্ধতি—এ সমস্ত বিষয় বিস্তারিতভাবে উপস্থাপন করেন। রাষ্ট্রপতি প্রতিটি ধাপে প্রযুক্তিগত ও প্রক্রিয়াগত দিকগুলো জানতে আগ্রহ দেখান।
ইসি সচিব জানান, পোস্টাল ভোট নিয়ে রাষ্ট্রপতির বিশেষ আগ্রহ ছিল। তিনি ব্যবস্থাটি কীভাবে কাজ করে—তা সম্পর্কে কয়েকটি প্রশ্ন করেন এবং ব্যাখ্যায় সন্তুষ্টি প্রকাশ করেন।
সচিব আরও জানান, আজ বিকেল চারটায় প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড হবে। এ বিষয়ে বাংলাদেশ টেলিভিশন ও **বাংলাদেশ বেতার**কে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে। ভাষণের বিষয়বস্তুর চূড়ান্ত পর্যালোচনার জন্য সিইসি চার নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করছেন।

আপনার মতামত লিখুন :