ঢাকা শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার চিকিৎসায় দেশি-বিদেশি চিকিৎসকরা একযোগে তদারকি করছেন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০১ ডিসেম্বর, ২০২৫, ০৪:১২ দুপুর

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা দেশি ও বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে অব্যাহত রয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার গুলশানের চেয়ারপার্সনের কার্যালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের জানান, সমস্ত চিকিৎসা কার্যক্রমে দেশি-বিদেশি চিকিৎসকরা অংশগ্রহণ করছেন এবং তারা সব ধরনের যত্ন ও নিবিড় পর্যবেক্ষণ চালাচ্ছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যাতে খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে পুনরায় জনগণের মাঝে ফিরে আসেন।

এভারকেয়ার হাসপাতালে ১৩ নভেম্বর থেকে ভর্তি খালেদা জিয়ার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তার অবস্থা ক্রিটিক্যাল হিসেবে বিবেচিত হচ্ছে। এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা তদারকি করছে। এই বোর্ডে তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, যুক্তরাষ্ট্রের জন হপকিনস বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা রয়েছেন। তারেক রহমান লন্ডন থেকে নিয়মিত চিকিৎসকদের সঙ্গে সমন্বয় বজায় রাখছেন।

Link copied!