শেষ আফগানিস্তান সিরিজে হোয়াইটওয়াশের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা ছিল বাংলাদেশের। তবে ব্যাট হাতে আবারও ব্যর্থ টাইগাররা। ধীরগতির ব্যাটিংয়ে ইনিংস টানলেও ৫০ ওভার পূর্ণ করার আগেই গুটিয়ে গেছে স্বাগতিকদের ইনিংস।
শনিবার (১৮ অক্টোবর) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে ২০৭ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান আসে মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়ের ব্যাট থেকে। অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কন করেন ৪৬ রান।
টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। ইনিংসের শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। উদ্বোধনী জুটি স্কোরবোর্ডে মাত্র ৮ রান যোগ করতেই ফিরে যান দুই ওপেনার সাইফ হাসান (৩) ও সৌম্য সরকার (৪)।
দুই ওপেনারের বিদায়ের পর দলের হাল ধরেন নজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়। তৃতীয় উইকেটে তারা ৭১ রানের জুটি গড়েন। তবে সেট হয়েও বড় ইনিংস খেলতে পারেননি শান্ত—৬৩ বলে ৩ চারসহ ৩২ রানে থামেন।
এরপর হৃদয়ের সঙ্গে অভিষিক্ত অঙ্কন মিলে ইনিংস গড়ার চেষ্টা করেন। ধীরগতিতে খেলে ৮৭ বলে হৃদয় তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের ১১তম হাফসেঞ্চুরি। কিন্তু অর্ধশতক পূরণের পরই ৯০ বলে ৫১ রানে কিপারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
অঙ্কনের সঙ্গে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ মিলে এরপর ৪৩ রানের জুটি গড়েন। তবে শেষদিকে ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতায় ৪৯.৪ ওভারে অলআউট হয় বাংলাদেশ। মিরাজ আউট হন ২৭ বলে ১৭ রানে।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বাধিক তিনটি উইকেট নেন রোমারিও শেফার্ড। দুটি করে উইকেট পেয়েছেন রোস্টন চেজ ও আলজারি জোসেফ।

আপনার মতামত লিখুন :