ঢাকা ক্যাপিটালসের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন বলেছেন, আগামী ৩০ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরে অলরাউন্ডার সাকিব আল হাসান শেষ পর্যন্ত অংশগ্রহণ না করলে খেলোয়াড়রা হতাশ হবেন।
চিটাগং কিংস সাকিবকে সরাসরি সই হিসাবে দলে নিয়েছিল। তবে এটি প্রায় নিশ্চিত যে ৩৭ বছর বয়সী সাকিব এই বিপিএল খেলবেন না। কারণ এটি তাকে দেশে ফিরে আসা জড়িত যেখানে তাকে আগস্টে দায়ের করা একটি হত্যা মামলায় অভিযুক্ত করা হয়েছিল। ৩৭ বছর বয়সী সাকিব, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের একজন প্রাক্তন সংসদ সদস্য, গত সেপ্টেম্বরে ভারত সফরে বাংলাদেশের হয়ে সর্বশেষ খেলেছিলেন এবং অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য বাংলাদেশে ফিরে আসেননি।
"তিনি একজন ক্রিকেটার হিসাবে সারা বিশ্বে পরিচিত। তিনি রাজনীতিতে যোগ দিয়েছিলেন এবং আমি জানি না তিনি কতটা অবিচার করেছিলেন। তবে আমি অবাক হয়েছি যে আমরা তার দীর্ঘ ক্যারিয়ারকে সেই সাত-আট মাসের সাথে (রাজনীতিতে) একত্রিত করেছি।" বৃহস্পতিবার মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে দলের প্রথম অনুশীলন শেষে সাংবাদিকদের এ কথা জানান মাহমুদ।
"আমরা যদি সেখানে কিছুটা বুদ্ধি দেখাতাম... একজন শীর্ষ ক্রিকেটার দেশের সবচেয়ে বড় টুর্নামেন্ট খেলতে পারবেন না। আমি মনে করি সব ক্রিকেটাররাও হতাশ (সাকিবের বিপিএলে না খেলার বিষয়ে)। সবাই মাইকের সামনে কথা বলতে পারে না। কিন্তু ক্রিকেটাররাও হতাশ।
"সব ক্রিকেটারদের সাথেই সাকিবের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সে সবাইকে সব রকম সাহায্য করে। তাই খারাপ লাগে, এটাই।"
আপনার মতামত লিখুন :