স্কিন এর আধুনিক চিকিৎসা যেমন,,, বিবি গ্লো ট্রিটমেন্টে বা লেজার ট্রিটমেন্টে বা মেডিকেটেড ফেশিয়াল ট্রিটমেন্ট এর দাম যদি অস্বাভাবিক রকমের কম হয়,,
যেমন:(৫০০,১০০০,১৫০০টাকা)তাহলে সেখানে কিছু বিষয় নিয়ে সন্দেহ থাকা উচিত,কারণ এই ধরনের চিকিৎসার ক্ষেত্রে ব্যবহৃত প্রোডাক্টেরও নির্দিষ্ট খরচ রয়েছে, যা স্বাভাবিকভাবেই নির্দিষ্ট দামের নিচে নামতে পারে না।
?লো-কোয়ালিটি মেশিন:
?অদক্ষ অপারেটর
?সঠিক পরিস্কার-পরিচ্ছন্নতা ও সেফটি মেনে চলা হচ্ছে না
?নিম্নমানের কার্বন বা লেজার গ্যাস
?নিম্নমানের বা নকল প্রোডাক্ট ব্যবহার
?বিবি গ্লো ট্রিটমেন্টে আসল KFDA-অ্যাপ্রুভড সেরাম ব্যবহার করা হলে খরচ স্বাভাবিকভাবেই বেশি হবে। যদি দাম খুব কম হয়, তাহলে হয়তো নিম্নমানের বা নকল সেরাম ব্যবহার করা হচ্ছে, যা ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে।
সতর্কতার পরামর্শ:
?বিশ্বস্ত স্কিন ক্লিনিক বা ডার্মাটোলজিস্টের কাছ থেকে লেজার ট্রিটমেন্ট করানো উচিত।
?বাজারদরের তুলনায় অতিরিক্ত কম দামের অফার এড়িয়ে চলাই ভালো।
?চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে লেজার ট্রিটমেন্টের সম্ভাব্য ঝুঁকি ও মান যাচাই করা

আপনার মতামত লিখুন :