রাজনৈতিক দল ক্ষমতায় এলেও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও বিচার বিভাগের স্বাধীনতায় কোনো ধরনের হস্তক্ষেপ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
বুধবার রাজধানীর একটি অভিজাত হোটেলে মানবাধিকার দিবস উপলক্ষে ইউএনডিপি ও আইন মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, সংস্কার নিয়ে সাধারণ মানুষের যে আশঙ্কা থাকে, পরবর্তী সরকার আসলে সেগুলো টিকে থাকবে কি না—তা নিয়ে আর উদ্বেগ নেই।
তিনি নিশ্চিত করে বলেন, সুপ্রিম কোর্টের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্পূর্ণ সুরক্ষিত, আর বিচার বিভাগের স্বাধীনতাও অটুট থাকবে। আইন ও মানবাধিকার রক্ষার আন্দোলনে ভবিষ্যতেও রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :