ঢাকা শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

রাজনীতিবিদরা ন্যায়পরায়ণ থাকলে সমাজে দুর্নীতি কমবে: অর্থ উপদেষ্টা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯ ডিসেম্বর, ২০২৫, ০৫:৪২ বিকাল

ছবি: সংগ্রহীত

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, শুধু দুর্নীতিবাজদের শাস্তি দেওয়াই যথেষ্ট নয়; সামাজিকভাবে তাদের প্রতিরোধ ও সমালোচনা করলেও দেশের দুর্নীতি অনেকটাই কমানো সম্ভব। তিনি বলেন, যদি দেশের রাজনীতিবিদরা সততা ও ন্যায়ের পথে থাকেন, তবে সমাজে পচন ধরবে না এবং দুর্নীতি কমবে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর শিল্পকলা অ্যাকাডেমিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, অতীতের দুর্নীতিবাজদের শাস্তি নিশ্চিত করতে হবে এবং সামাজিকভাবে তাদের প্রতি ঘৃণা তৈরি করতে হবে। একই অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন ভোটারদেরও সতর্ক করে বলেন, যারা ক্ষমতাচ্যুত দুর্নীতিবাজদের সহযোগিতা করেছে, তাদেরকে ভোট না দেওয়া উচিত।

এছাড়া দুদক চেয়ারম্যান জানান, পাচার হওয়া অর্থ দেশে ফেরানোর জন্য সংশ্লিষ্ট দেশের হাইকমিশনগুলোতে সরকারকে পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের ভোটাররা প্রত্যাখ্যান করলে দেশের দুর্নীতি অনেকাংশে কমে আসবে।

Link copied!