ঢাকা শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

শান্তিচুক্তির এক মাসের মধ্যে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯ ডিসেম্বর, ২০২৫, ০৫:৩৩ বিকাল

ছবি: সংগ্রহীত

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে শান্তিচুক্তির মাত্র এক মাসের মাথায় আবারও সংঘর্ষ শুরু হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালের দিকে শুরু হওয়া এই ঘটনায় পুলিশসহ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

সংঘর্ষের সময় ঢাকা কলেজের দুটি বাস ভাঙচুর করা হয়, যা নিউমার্কেট ও গ্রীনরোড এলাকা জুড়ে যান চলাচল বন্ধ করে দেয়। আইডিয়াল কলেজ শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, বিনা কারণে তাদের ওপর হামলা করা হয়েছে, এবং এর আগেও ঢাকার শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে হামলা চালিয়েছে।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে এবং তাদের ৭-৮ জনও আহত হয়েছেন। শান্তিচুক্তির আগে ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা মারামারি বন্ধ ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার জন্য একমাস আগে সমঝোতা করেছিলেন।

তবে সায়েন্স ল্যাব এলাকার এই সংঘর্ষ এখনও থমথমে অবস্থায় রয়েছে এবং বিচার না হওয়া পর্যন্ত আইডিয়াল শিক্ষার্থীরা রাজপথ ছাড়ার হুঁশিয়ারি দিয়েছে।

Link copied!