ঢাকা শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

আইজিপি বাহারুল আলমকে অপসারণের দাবিতে শাহবাগে অবরোধ, যান চলাচল বন্ধ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯ ডিসেম্বর, ২০২৫, ০৫:২২ বিকাল

ছবি: সংগ্রহীত

রাজধানীর শাহবাগ মোড় পুলিশ প্রধান বাহারুল আলমের অপসারণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অবরোধ করা হয়েছে, যার কারণে এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

মঙ্গলবার বিকেল ৩টার দিকে শহীদ পিন্টু স্মৃতি সংসদ নেতৃত্বে এই সড়ক অবরোধে ওয়ারী, গেন্ডারিয়া ও পুরান ঢাকা সহ বিভিন্ন এলাকা থেকে কয়েকশ মানুষ যোগ দেন। বিএনপি নেতা নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টুর মৃত্যুকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ বলে তার পরিবার আগে অভিযোগ করেছিল।

২০১৫ সালে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের সময় পিন্টুর মৃত্যু এবং পিলখানা হত্যাকাণ্ডের স্বাধীন তদন্তে আইজিপি বাহারুল আলমের নাম ওঠায় অবিলম্বে তার অপসারণের দাবিও উত্থাপিত হয়েছে।

Link copied!