আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব কার্যকরভাবে সম্পাদনের জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন প্রধান বিচারপতির কাছে ৩০০ জন বিচারকের অনুরোধ করেছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎকালে সিইসি বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বিচার বিভাগের সহযোগিতা প্রয়োজন।
প্রধান বিচারপতি এই সহযোগিতার প্রতিশ্রুতি দেন। রেওয়াজ অনুযায়ী, নির্বাচনের তফসিল ঘোষণার আগে কমিশনের পক্ষ থেকে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করা হয়। এদিকে, আগামীকাল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় অথবা পরদিন বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে।
সিইসি আব্দুর রহমানেল মাছউদ জানান, তফসিল ঘোষণার সময় নির্বাচনকে সুষ্ঠু করতে রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হবে।

আপনার মতামত লিখুন :