ঢাকা শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচিত হলেই দেশের দুর্নীতি কমবে: দুদক চেয়ারম্যান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯ ডিসেম্বর, ২০২৫, ০৪:১১ দুপুর

ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, দেশের দুর্নীতি রোধ করতে হলে ভোটারদের সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচিত করতে হবে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, সমাজের বিভিন্ন স্তরে দুর্নীতি এতটাই ছড়িয়ে পড়েছে যে তা নির্মূল করা কঠিন, কিন্তু জনগণ সঠিক প্রার্থী বেছে নিলে পরিবর্তন সম্ভব।

তিনি ভোটারদের সতর্ক করে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতিবাজদের বাদ দিয়ে সক্ষম ও ন্যায়নিষ্ঠ প্রার্থীকে নির্বাচন করা প্রয়োজন। দিবসটি উদযাপন উপলক্ষে দুদক সকাল ৯টায় মানববন্ধন ও পতাকা উত্তোলন করেছেন, এবং সকাল ১০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ড. মোমেন আরও বলেন, সৎ প্রার্থী নির্বাচিত হলে রাষ্ট্রযন্ত্র থেকে শুরু করে সমাজের সব স্তরে দুর্নীতির প্রবণতা কমে আসবে এবং দেশের শৃঙ্খলা ও ন্যায়বিচার দৃঢ় হবে।

Link copied!