ঢাকা শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতে নির্বাচন প্রক্রিয়ার দিকনির্দেশনা খুঁজছেন সিইসি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯ ডিসেম্বর, ২০২৫, ০৩:৫৪ দুপুর

ছবি: সংগৃহীত

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ১টা ১০ মিনিটে নির্বাচন কমিশন কার্যালয় থেকে বের হন।

তবে এই সাক্ষাতে কোন বিষয় নিয়ে আলোচনা হতে পারে তা নিশ্চিতভাবে জানা যায়নি। এরই মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন—এ তথ্য সোমবার (৮ ডিসেম্বর) নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে।

এর আগে রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন সিইসি এ এম এম নাসির উদ্দিন।

Link copied!