ঢাকা শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

শত বছরে আরেক রোকেয়া না পাওয়া জাতির দুর্ভাগ্য: প্রধান উপদেষ্টা ড.ইউনূস

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯ ডিসেম্বর, ২০২৫, ০৩:২৫ দুপুর

ছবি: সংগৃহীত

বেগম রোকেয়া দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, গত একশ বছরে বেগম রোকেয়ার মতো আরেকজন দূরদর্শী ও স্বপ্নদ্রষ্টা সমাজসংস্কারক তৈরি করতে না পারা জাতির জন্য দুর্ভাগ্য।

তিনি জানান, রোকেয়া যে সময়, পরিবেশ ও মানসিকতার মধ্যে দাঁড়িয়ে নারীর শিক্ষা, অধিকার ও ভবিষ্যৎ নিয়ে যে বিপ্লবী স্বপ্ন দেখিয়েছিলেন, তা এখনও যুগান্তকারী। অথচ তাঁর দেখানো পথ বাস্তবায়নে জাতি পিছিয়ে আছে। ড. ইউনূস বলেন, রোকেয়ার চিন্তাধারা ছিল সমাজকে নাড়িয়ে দেওয়ার মতো শক্তিশালী, কিন্তু সেই স্বপ্নকে আগলে ধরে এগিয়ে নেওয়ার মতো মানুষ তৈরি হয়নি।

তিনি আরও উল্লেখ করেন, রোকেয়া নারীদের শুধু শিক্ষার কথা বলেননি, বরং নারীরা যেন নিজের উপার্জনে স্বাবলম্বী হতে পারে—সে কথাও তখনই বলেছেন। প্রধান উপদেষ্টা বলেন, নারীর ক্ষমতায়ন ও উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে দেশের উন্নয়নে রোকেয়ার ভাবনা আজ আরও প্রাসঙ্গিক। অনুষ্ঠানে তিনি নারীর শিক্ষা, মানবাধিকার, শ্রম অধিকার ও নারী জাগরণে অবদানের জন্য চার বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক প্রদান করেন।

রোকেয়ার জীবন ও অবদান স্মরণ করে তিনি বলেন, তার মতো একজন অগ্রদূত শত বছরেও না আসা আমাদের বড় ব্যর্থতা, আর সেই ব্যর্থতা কাটাতে নতুন প্রজন্মকে তাঁর ভাবনা থেকে শিক্ষা নিতে হবে।

Link copied!