ঢাকা শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

নাজনীন হাসান খানের পরিচালনায় ‘পাওয়ার’

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ০৩ ডিসেম্বর, ২০২৫, ১০:২৭ রাত

নাজনীন হাসান খানের পরিচালনায় ‘পাওয়ার’

নির্মাতা নাজনীন হাসান খানের পরিচালনায় নির্মিত হলো বিশেষ নাটক ‘পাওয়ার’। নাটকটির রচনা ও চিত্রনাট্য করেছেন রাজীব মণি দাস। সম্প্রতি পুবাইল ভাদুনের বিভিন্ন লোকেশনে নাটকটির চিত্রধারণ করা হয়েছে। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- আখম হাসান, সুমাইয়া অর্পা, ফারগানা মিল্টন, ফাহামিদা রহমান তৃষা, সায়েম সামাদ, ফরিদ হোসাইন, আল মামুন রুপান্ত, কাঁকন চৌধুরী, আহমেদ রানা, ইমরান আহমেদ, প্রমুখ।

নাজনীন হাসান খান বলেন- মানুষ ক্ষমতার লোভে কত কি করতে পারে তারই ভয়ঙ্কর  রূপ ফুটে উঠেছে। গ্রামের মধ্যে আধিপত্য বিস্তার জন্য একটি বেওয়ারিশ লাশকে ব্যাকা গ্রুপ ও ছ্যাকা গ্রুপ নিজেদের কর্মী বলে দাবি করে। স্বর্থের জন্য মানুষ লাশ নিয়ে কত রকমের বানিজ্য করতে পারে তাই ফুটে উঠেছে।

রাজীব মণি দাস বলেন- পাওয়ার হচ্ছে আধিপত্য ধরে রাখার পূর্ব শর্ত। আর সেই জন্য দুই গ্রুপ শেষ পর্যন্ত লাশ নিয়ে বাণিজ্য করে? ক্ষমতায় টিকে থাকতে হলে লাশ কেন আরও অনেক কিছু নিয়ে বাণিজ্য করতে হয়। দুই গ্রুপই দাবি করে এ লাশ তাদের কর্মীর। এমতাবস্থায়, গণ্যমান্য ব্যক্তিরা কি করবে বুঝতে পারে না।  কোনো গ্রুপ ছাড় দিতে নারাজ, তাহলে কি হবে লাশের। সেই মুহূর্তে লাশ নড়ে উঠে, সবাই ভয় পেয়ে যায়।

কাহিনিতে দেখা যায়- গ্রামের আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছ্যাকা গ্রুপ ও ব্যাকা গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অনেকে আহত হলেও রাস্তায় একজন পথচারির মৃত্যু হয়। পথচারি ব্যক্তি উভয়পক্ষের কাছে হয়ে উঠে ট্রাম কার্ড। ছ্যাকা গ্রুপ বলে লাশ আমাদের, ব্যাকা গ্রুপ বলে লাশ তাদের।

ছ্যাকা গ্রুপ লাশ নিয়ে গেছে, তাই ব্যাকা গ্রুপ পরিকল্পনা করে কিভাবে লাশ তাদের কাছে নিয়ে আসা যায়। এই নিয়ে হারিজ বুদ্ধি করতে যায় তার প্রেমিকা নিশির সাথে। কোথায় দু’জনের মনের কথা বলবে তা না হয়ে মৃত মানুষের লাশ নিয়ে কথা হচ্ছে। গ্রামের আদিপত্য ধরে রাখতে হলে ব্যাকা গ্রুপের কাছে লাশের কোনো বিকল্প নেই।

যদিও হারিজ ও নুরু এক সময় ভালো বন্ধু ছিল। কোনো এক কারণে দুই বন্ধুর মধ্যে সম্পর্কের ফাটল ধরে। তারপর দু’জনে ছ্যাকা গ্রুপ ও ব্যাকা গ্রুপ নামে দুইটি গ্রুপ তৈরি করে। সেই থেকে একজন আরেকজনের ক্ষতি করতে আনন্দ পায়।

 

Link copied!