কক্সবাজারের টেকনাফ উপজেলার গহীন পাহাড়ে গোপন বন্দিশালা থেকে নারী ও শিশুসহ ২৫ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বাহারছড়া এলাকার জুম্মাপাড়া সংলগ্ন পাহাড়ে এ অভিযান চালানো হয়। এ সময় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, আটকরা হলেন—টেকনাফের আবুল কালামের ছেলে নূর আলম (৩৬) এবং একই এলাকার প্রয়াত মোহাম্মদ হোছেনের ছেলে ফাহিম (২১)। তিনি বলেন, সম্প্রতি টেকনাফ এলাকায় মানবপাচারকারীদের কার্যক্রম বেড়ে গেছে। আটক পাচারকারীদের তথ্যের ভিত্তিতে জানা যায়, মালয়েশিয়ায় সাগর পথে পাচারের উদ্দেশ্যে বেশ কয়েকজনকে পাহাড়ে আটক রাখা হয়েছে।
এই তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ উদ্যোগে তিন ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করে গোপন বন্দিশালার সন্ধান মেলে। অভিযানে নারী ও শিশুসহ ২৫ জনকে উদ্ধার করা হয় এবং পাচারকারী সন্দেহে দুইজনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার ব্যক্তিরা জানিয়েছেন, কয়েকটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র বিদেশে উন্নত জীবন, উচ্চ বেতনের চাকরি এবং কম খরচে মালয়েশিয়া যাওয়ার প্রলোভন দেখিয়ে তাদের পাহাড়ে নিয়ে আসে। পরে সুযোগমতো ট্রলারে করে মেরিন ড্রাইভ উপকূল থেকে সমুদ্রপথে পাচারের পরিকল্পনা ছিল পাচারকারীদের। পাশাপাশি, তাদের আটকে রেখে নির্যাতন চালিয়ে মুক্তিপণ আদায়ের চেষ্টাও করছিল তারা।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, উদ্ধার হওয়া ব্যক্তি ও আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মানবপাচার প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :