চুয়াডাঙ্গায় শীত হঠাৎ তীব্র হয়ে ওঠায় জনজীবনে নেমেছে অস্বস্তি, কুয়াশা আর ঠান্ডা বাতাসে অনেকটা স্থবির হয়ে পড়েছে স্বল্প আয়ের মানুষের দিনযাপন। শনিবার সকালে জেলায় তাপমাত্রা নেমে আসে মৌসুমের সর্বনিম্ন ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে, সঙ্গে বাতাসের আর্দ্রতা ছিল ৮১ শতাংশ।
স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্যমতে, কয়েক দিনের মধ্যে এলাকায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তীব্র শীত উপেক্ষা করেও জীবিকার তাগিদে সকালেই কাজে নেমে পড়ছেন শ্রমজীবী মানুষরা; কেউ রিকশা চালাচ্ছেন, কেউ কাঠমিস্ত্রির কাজ করছেন—শরীর কাঁপলেও থেমে নেই তাদের সংগ্রাম।
শীত বাড়ার সঙ্গে বৃদ্ধি পাচ্ছে রোগীর সংখ্যাও; সদর হাসপাতালে প্রতিদিন আউটডোরে দুই থেকে তিনশ’ শিশু ও বৃদ্ধ রোগী শীতজনিত সমস্যায় চিকিৎসা নিচ্ছেন, যাদের মধ্যে নিউমোনিয়া, ডায়রিয়া, সর্দি-জ্বর ও শ্বাসকষ্টের রোগী বেশি।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, তাপমাত্রা আরও কমতে পারে এবং চলতি মাসেই শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে।

আপনার মতামত লিখুন :