অভিনেত্রী, মডেল, গায়িকা ও টেলিভিশন উপস্থাপক—সব মিলিয়ে বহুমুখী তারকা নুসরাত ফারিয়া। ঢালিউড ও টালিউড—দুই অঙ্গনেই সমানভাবে জনপ্রিয় এই গ্ল্যামারাস অভিনেত্রী আবারও আলোচনায়।
শনিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনটি ছবি আপলোড করেন ফারিয়া। নীল সমুদ্রের পাড়ে কালো পোশাকে নরম রোদের সকালে তোলা
ছবিগুলো ইতোমধ্যেই ভক্তদের নজর কেড়েছে। তবে ছবিগুলো কোথায় তোলা, তা উল্লেখ করেননি তিনি।
ছবিতে দেখা যায়, কালো ব্রালেট ও শর্টসে সমুদ্রতটে উষ্ণতা ছড়াচ্ছেন অভিনেত্রী। মুখে মিষ্টি হাসি, চোখে আত্মবিশ্বাস। ছবিগুলোর ক্যাপশনে ফারিয়া লেখেন, “তোমার চোখের জন্য এটা অনেক বেশি কিছু। তাহলে স্কল করো প্রিয়।”
কাকে উদ্দেশ্য করে এই ক্যাপশন, তা নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
তার বোল্ড লুক নিয়ে নেটিজেনদের প্রতিক্রিয়া মিশ্র। কেউ প্রশংসায় ভরিয়ে দিয়েছেন, কেউ কটাক্ষও করেছেন। একজন লিখেছেন, “বেঙ্গলি বিউটি।” তানজিলা আক্তার নাদিয়া মন্তব্য করেছেন, “অসাধারণ।” আবার এফএম সুয়েতি আলি লিখেছেন, “অনেক অনেক সুন্দর, দারুণ।”
সামাজিক যোগাযোগমাধ্যমে ফারিয়া বরাবরই সক্রিয়। কখনও ব্যক্তিগত মুহূর্ত, কখনও নিজের ভাবনা ভাগ করেন ভক্তদের সঙ্গে।
চলচ্চিত্রের পাশাপাশি সংগীতেও রেখেছেন সফলতার স্বাক্ষর। তার গাওয়া জনপ্রিয় গান ‘পটাকা’ ও ‘বুম বুম’ এখনো ডিজিটাল মাধ্যমে দারুণ জনপ্রিয়।
দীর্ঘ সময় ধরে শোবিজে কাজ করা নুসরাত ফারিয়া আজ তরুণ প্রজন্মের অনুপ্রেরণার নাম।
আপনার মতামত লিখুন :