ঢাকা শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
শোকবার্তায় তথ্য উপদেষ্টা

আহমদ রফিকের কর্ম ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩ অক্টোবর, ২০২৫, ০৭:০৪ বিকাল

ছবি: সংগৃহীত

ভাষাসংগ্রামী, গবেষক ও বহুমুখী প্রতিভার অধিকারী আহমদ রফিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।

শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে এক শোকবার্তায় উপদেষ্টা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় তিনি বলেন, “মাতৃভাষা বাংলার মর্যাদা প্রতিষ্ঠায় আহমদ রফিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি ছিলেন সাহিত্য, সংস্কৃতি ও গবেষণায় অসামান্য অবদান রাখা এক প্রাজ্ঞ ব্যক্তিত্ব। তাঁর কর্ম ও আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”

আহমদ রফিক সম্পর্কে

১৯৫২ সালের ভাষা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন।

দীর্ঘ কর্মজীবনে সাহিত্য, সংস্কৃতি ও গবেষণাক্ষেত্রে রেখেছেন অমলিন অবদান।

ছিলেন প্রজন্মকে উদ্বুদ্ধ করার এক আলোকবর্তিকা।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে রাজধানীর একটি হাসপাতালে আহমদ রফিক ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Link copied!