চট্টগ্রামের সীতাকুণ্ডে সংবাদ সংগ্রহকালে দুই সাংবাদিককে সন্ত্রাসীরা মারধর করেছে। বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি করেছে।
শনিবার সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় ইয়াছিন ও রোকন-গফুরের নেতৃত্বাধীন দুই সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন এখন টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন আহমেদ জিয়াদ ও ক্যামেরাপারসন পারভেজ রহমান। দেশীয় অস্ত্র, পাথর ও গাছের টুকরো দিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। তাদের মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয় এবং ক্যামেরা ভাঙচুর করা হয়।
বিপিজেএফ সভাপতি কাজী শরিফুল ইসলাম (শাকিল) ও সাধারণ সম্পাদক মো. রোমান আকন্দ বলেন, “সাংবাদিকদের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতার সরাসরি আঘাত। নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব।” তারা অবিলম্বে সাংবাদিকদের সুরক্ষা আইন বাস্তবায়ন ও হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
বর্তমানে হোসাইন জিয়াদ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি ওয়ার্ডে এবং পারভেজ রহমান ক্যাজুয়ালটি ওয়ার্ডে চিকিৎসাধীন।

আপনার মতামত লিখুন :