ঢাকা সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

আনিসুল-মেনন-ইনু-পলক নতুন মামলায় গ্রেপ্তার 

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪ ডিসেম্বর, ২০২৪, ১১:১৮ দুপুর

রাজধানীর বিভিন্ন থানার হত্যা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, জাসদ সভাপতি ও সাবেক তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকালে আসামিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে একাধিক মামলায় গ্রেপ্তারের আবেদন করে পুলিশ।

শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহমেদের আদালত পুলিশের আবেদন মঞ্জুর করে আসামিদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ ছাড়াও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব নজিবুর রহমান ও দুই পুলিশ সদস্যকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী জানান, জুলাই-আগস্ট গণহত্যায় এসব আসামি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত।

তবে আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহীনের দাবি, একই আসামিদের বিভিন্ন মামলায় একের পর এক গ্রেপ্তার দেখানো মানবাধিকার লঙ্ঘনের শামিল।

Link copied!