ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত করা পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীক ভাঁজের মধ্যে পড়ে যাওয়ার অভিযোগ তুলেছে বিএনপি। দলটির দাবি, ব্যালটের নকশা এমনভাবে করা হয়েছে যাতে ভাঁজ করলে বিএনপির নাম ও প্রতীক স্পষ্টভাবে চোখে না পড়ে, যা উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে।
মঙ্গলবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য নজরুল ইসলাম খান এসব অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন, কিন্তু সেই ব্যালটের নকশাই প্রশ্নবিদ্ধ।
নজরুল ইসলাম খান বলেন, পোস্টাল ব্যালটে কয়েকটি রাজনৈতিক দলের নাম ও প্রতীক প্রথম লাইনে রাখা হয়েছে, অথচ বিএনপির নাম ও ধানের শীষ প্রতীক মাঝামাঝি স্থানে বসানো হয়েছে। এর ফলে কাগজ ভাঁজ করলে বিএনপির প্রতীকটি সহজে চোখে পড়ে না। তাঁর মতে, এটি কাকতালীয় নয়, বরং পরিকল্পিতভাবে করা হয়েছে।
তিনি আরও বলেন, ব্যালটে পাঁচটি কলাম ও ১৪টি লাইন ব্যবহার করায় নির্দিষ্ট কয়েকটি রাজনৈতিক দলের নাম ও প্রতীক সুবিধাজনক স্থানে চলে গেছে। কলাম বা লাইনের সংখ্যা ভিন্ন হলে এই সমস্যা তৈরি হতো না। তাই যারা ভেতরে এই কাজটি করেছেন, তারা কোনো বিশেষ উদ্দেশ্য নিয়েই করেছেন বলে বিএনপির ধারণা।
বিএনপির পক্ষ থেকে কমিশনকে অনুরোধ জানানো হয়েছে, যেসব পোস্টাল ব্যালট এখনো পাঠানো হয়নি সেগুলো যেন দ্রুত সংশোধন করা হয়। একই সঙ্গে সময় থাকলে বিদেশে পাঠানো ব্যালটগুলোর ক্ষেত্রেও সংশোধনের উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়েছে।
পোস্টাল ব্যালট বিতরণ নিয়েও উদ্বেগ প্রকাশ করে নজরুল ইসলাম খান বলেন, বিভিন্ন দেশে ব্যালট বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছে। তিনি দাবি করেন, বাহরাইনে একটি বিশেষ রাজনৈতিক দলের নেতারা একাধিক ব্যালট পেপার হ্যান্ডেল করেছে বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে নির্বাচন কমিশন জানিয়েছে, তারা বাহরাইনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে এবং প্রাথমিকভাবে এমন ঘটনার সত্যতা পাওয়া গেছে। কমিশন এ নিয়ে আরও তদন্ত করে রিপোর্ট দেওয়ার আশ্বাস দিয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
বিএনপির এই নেতা আরও অভিযোগ করেন, একটি বিশেষ রাজনৈতিক দল বিভিন্ন এলাকায় ভোটারদের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর সংগ্রহ করছে, যা ভোটে কারসাজির ইঙ্গিত দেয়। তাঁর ভাষ্য অনুযায়ী, ভুয়া ভোটার তৈরি কিংবা আর্থিক লেনদেনের মাধ্যমে ভোট প্রভাবিত করার আশঙ্কা রয়েছে।
নির্বাচনী প্রচারণা প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির শীর্ষ নেতার উত্তরবঙ্গ সফর ব্যক্তিগত হলেও নির্বাচন কমিশনের অনুরোধে তা স্থগিত করা হয়েছে। সুষ্ঠু নির্বাচন ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে বিএনপি সচেতন রয়েছে। তবে একই সময়ে অন্য রাজনৈতিক দলের নেতারা প্রকাশ্যে প্রচারণা চালালেও কমিশনের পক্ষ থেকে কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে নজরুল ইসলাম খান বলেন, নাগরিকত্ব পরিত্যাগ করলে সংবিধান অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই। এ ক্ষেত্রে নির্বাচন কমিশন যেন নাগরিকের সাংবিধানিক অধিকার সুরক্ষিত রাখে, সে দাবিও বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন :