বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে দলের গঠনতন্ত্র অনুযায়ী তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্বে পদোন্নতি পান। সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে দলের চেয়ারম্যান পদটি শূন্য হয়। এই শূন্য পদ পূরণের জন্য জাতীয় স্থায়ী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
রাত সাড়ে ৯টার পর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়, যেখানে তারেক রহমান নিজেই সভাপতিত্ব করেন। বৈঠকে দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, গঠনমূলক পরিকল্পনা ও ভবিষ্যৎ নীতি নিয়ে আলোচনা হয়।
এর মাধ্যমে বিএনপি গঠনতন্ত্র অনুসারে তারেক রহমান পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করে দলের নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা করেছেন।
এসএইচ//

আপনার মতামত লিখুন :