বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল। শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, বৈঠকটি শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এ সময় দুই পক্ষ পারস্পরিক সম্পর্ক ও কূটনৈতিক সৌহার্দ্য বিনিময় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।
সাক্ষাৎকে রাজনৈতিক অঙ্গনে কূটনৈতিক সংযোগ বৃদ্ধির অংশ হিসেবে দেখানো হচ্ছে। বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে বিদেশি কূটনীতিকদের নিয়মিত সৌজন্য সাক্ষাতের ধারাবাহিকতায় এটি অনুষ্ঠিত হয়েছে।
এসএইচ//

আপনার মতামত লিখুন :