ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬

বিএনপি কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯ জানুয়ারী, ২০২৬, ০৭:৫০ বিকাল

ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার  সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে। শুক্রবার বিকেলে গুলশান এলাকায় অবস্থিত বিএনপির চেয়ারপারসন কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই পক্ষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও কূটনৈতিক সৌজন্য বিনিময় হয় বলে জানা গেছে। সাক্ষাৎকালে আঞ্চলিক ও দ্বিপক্ষীয় সম্পর্কসহ সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে রাজনৈতিক সূত্রগুলো জানিয়েছে।

বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে সাক্ষাৎকালের একটি ছবি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করা হয়। পোস্টে উল্লেখ করা হয়, শুক্রবার বিকেলে গুলশানস্থ বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

এই সাক্ষাৎকে রাজনৈতিক অঙ্গনে কূটনৈতিক যোগাযোগের অংশ হিসেবে দেখা হচ্ছে। বিএনপি নেতৃত্বের সঙ্গে বিদেশি কূটনীতিকদের নিয়মিত সৌজন্য সাক্ষাতের ধারাবাহিকতার মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Link copied!