ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬

মোস্তাফিজকে আইপিএলে ফেরানোর প্রস্তাব প্রত্যাখ্যান করলো বিসিবি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮ জানুয়ারী, ২০২৬, ০৪:০৪ দুপুর

ছবি: সংগ্রহীত

মোস্তাফিজুর রহমানকে ঘিরে তৈরি বিতর্কে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যে দৃঢ় অবস্থান নিয়েছে, তা ভারত ও বিসিসিআইকে চাপে ফেলেছে। আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার পর, ভারতীয় বোর্ড প্রস্তাব দেয় তাকে আবার ফিরিয়ে আনা হবে যদি বাংলাদেশ ভারতের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে অংশ নিতে রাজি হয়, কিন্তু বিসিবি সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে।

বোর্ড জানিয়ে দেয়, কোনো শর্তে বাংলাদেশ ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না।

আইপিএলের মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজকে দলে নিয়েছিল, কিন্তু বিসিসিআইয়ের নির্দেশে তাকে স্কোয়াড থেকে বাদ দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি এবং অফিসিয়াল প্ল্যাটফর্ম থেকেও ছবি ও ভিডিও সরানো হয়, যা দেশে প্রতিক্রিয়ার জন্ম দেয়।

বিসিবি সিদ্ধান্ত নেয়, যেখানে ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়, সেখানে পুরো দল পাঠানো সম্ভব নয় এবং বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের দাবি অনড় থাকে। বিসিবির এক পরিচালক বলেন, প্রস্তাবটি গ্রহণ করলে তা হতো ইনিংস ঘোষণা করার পর আবার সেই ইনিংসে ব্যাটিং শুরু করার মতো, তাই তারা মেনে নেনি।

বিসিবি আইসিসি ও সংশ্লিষ্ট পক্ষকে তাদের অবস্থান জানিয়ে দিয়েছে, তবুও বিসিসিআই মোস্তাফিজকে ফেরানোর প্রস্তাব দেয়। মোস্তাফিজ আইপিএলে না থাকায় ভারতীয় গণমাধ্যমেও তোলপাড় শুরু হয়েছে, কারণ তার উপস্থিতি বাংলাদেশের দর্শকসমর্থন এবং সম্প্রচার-স্বত্বের বাণিজ্যিক সুবিধা বাড়াত, যা এখন হাতছাড়া হয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, এই সিদ্ধান্তে বিশ্বকাপ ভেন্যু হিসেবে ভারতের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে।

Link copied!