ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতেই হবে—ইএসপিএনক্রিকইনফোর এমন দাবিকে সরাসরি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এখনো বাংলাদেশকে ভারতের মাটিতে খেলতে বাধ্য করার কোনো সিদ্ধান্ত জানায়নি।
মোস্তাফিজুর রহমানকে ঘিরে সাম্প্রতিক ঘটনার পর নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে বাংলাদেশ আগেই জানিয়েছিল, তারা ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আগ্রহী নয়। বিষয়টি দুদিন আগে আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানানো হয়। তবে এরই মধ্যে ক্রিকেটভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো দাবি করে, এক ভার্চুয়াল বৈঠকে আইসিসি বিসিবিকে জানিয়েছে—ভারতেই খেলতে হবে, অন্যথায় পয়েন্ট হারানোর ঝুঁকি থাকবে।
এই প্রতিবেদনের পরপরই বিষয়টি অস্বীকার করে বিসিবি। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, আইসিসি এ বিষয়ে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক—কোনোভাবেই এমন কিছু জানায়নি।
বাংলাদেশের একটি গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ক্রিকইনফোর প্রকাশিত খবরটি পুরোপুরি অসত্য। তার ভাষায়, আইসিসি কখনো বলেনি যে বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে। বরং আইসিসির একাধিক কর্মকর্তার সঙ্গে নিয়মিত যোগাযোগ চলছে ব্যক্তিগত পর্যায়ে।
তিনি আরও জানান, আইসিসি বিসিবির কাছে জানতে চেয়েছে—কেন বাংলাদেশ ভারতে খেলতে চায় না। বিসিবি তাদের অবস্থান স্পষ্ট করে জানিয়েছে যে বিষয়টি সম্পূর্ণ নিরাপত্তাজনিত উদ্বেগ থেকে এসেছে। খেলোয়াড় ও টিম অফিসিয়ালদের নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় ভারত সফরে যেতে তারা অনিচ্ছুক।
বিসিবি সভাপতি বলেন, আইসিসি সম্প্রতি আবারও বিস্তারিতভাবে জানতে চেয়েছে—কোন কোন বিষয় নিয়ে বিসিবির নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগ রয়েছে। কেন ভারতের মাটিতে বাংলাদেশের ক্রিকেটাররা নিজেদের নিরাপদ মনে করছে না, সে বিষয়ে একটি পূর্ণাঙ্গ ব্যাখ্যা চাওয়া হয়েছে।
তার মতে, এই ব্যাখ্যা দেওয়ার পরই আইসিসি বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত নেবে। কিন্তু এর আগেই আইসিসি বাংলাদেশকে ভারতে খেলতে বাধ্য করেছে বা না খেললে ওয়াকওভার দিতে হবে—এমন খবর পুরোপুরি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।
সবশেষে তিনি জোর দিয়ে বলেন, আইসিসির কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত এ ধরনের সংবাদ বিভ্রান্তি ছড়ানো ছাড়া কিছু নয়।

আপনার মতামত লিখুন :