বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্প্যানিশ হেড কোচ হাভিয়ের কাবরেরার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এখন অনেকটাই কাটতে শুরু করেছে। দীর্ঘ সময় দায়িত্বে থেকেও প্রত্যাশিত উন্নতি না আসায় তার ওপর চাপ ক্রমেই বেড়েছে। হামজা চৌধুরী ও জামাল ভূঁইয়ার মতো অভিজ্ঞ ফুটবলারদের পেয়েও আন্তর্জাতিক অঙ্গনে উল্লেখযোগ্য সাফল্য দেখাতে পারেননি তিনি। ফলে বাংলাদেশ ফুটবলে কাবরেরা অধ্যায়ের সমাপ্তি ঘনিয়ে এসেছে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সূত্রের ইঙ্গিত অনুযায়ী, আগামী মার্চে এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটিই হতে পারে কাবরেরার অধীনে জাতীয় দলের শেষ ম্যাচ। ওই ম্যাচের পর তাকে আর দায়িত্বে রাখার পরিকল্পনা নেই বলেই আভাস পাওয়া গেছে।
বাফুফের স্পষ্ট ইঙ্গিত
শুক্রবার (২ জানুয়ারি) বাফুফে টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিলটন বিষয়টি নিয়ে পরিষ্কার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, মার্চ মাসে খুব সম্ভবত হাভিয়ের কাবরেরার অধীনে বাংলাদেশ দল শেষ ম্যাচ খেলবে। এরপর তার সঙ্গে আর এগোনোর সিদ্ধান্ত কার্যত নেওয়াই হয়ে গেছে।
তার ভাষায়, জাতীয় দলের সামগ্রিক পারফরম্যান্স, দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও কাঙ্ক্ষিত অগ্রগতির বিষয়গুলো বিবেচনায় এনে এই সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে। কাবরেরার সময়ে বাংলাদেশ দলে কিছু কাঠামোগত পরিবর্তন এলেও মাঠের ফলাফলে তার প্রতিফলন তেমনভাবে দেখা যায়নি।
নতুন কোচ খোঁজার প্রস্তুতি
বাফুফে ইতোমধ্যে নতুন হেড কোচ খোঁজার প্রক্রিয়া শুরু করেছে। কামরুল হাসান হিলটন জানান, ইউরোপের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ পদের জন্য একাধিক সিভি জমা পড়েছে। এসব আবেদন আগামী দিনে যাচাই-বাছাই করা হবে এবং উপযুক্ত প্রার্থী বাছাইয়ের উদ্যোগ নেওয়া হবে।
ফেডারেশনের লক্ষ্য, এমন একজন কোচ আনা যিনি আধুনিক ফুটবলের সঙ্গে তাল মিলিয়ে দলকে এগিয়ে নিতে পারবেন এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলবেন।
সমালোচনার কেন্দ্রেই ছিলেন কাবরেরা
কাবরেরার অধীনে বাংলাদেশ দল ধারাবাহিকতা ও আক্রমণভাগের কার্যকারিতা নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়েছে। র্যাঙ্কিং উন্নয়ন কিংবা বড় কোনো টুর্নামেন্টে দৃশ্যমান সাফল্য না আসায় সমর্থকদের অসন্তোষও বাড়তে থাকে। এসব কারণেই তার বিদায় এখন সময়ের ব্যাপার বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

আপনার মতামত লিখুন :