ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬

আগারগাঁওয়ে সুলেমান রেস্টুরেন্টে আধুনিক পার্টি সেন্টারের উদ্বোধন

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ০২ জানুয়ারী, ২০২৬, ০৫:৪১ বিকাল

আগারগাঁওয়ে সুলেমান রেস্টুরেন্টে আধুনিক পার্টি সেন্টারের উদ্বোধন

রাজধানী ঢাকার আগারগাঁওয়ে নগরীর অন্যতম জনপ্রিয় খাবারের ঠিকানা সুলেমান রেস্টুরেন্টের দোতলায় আধুনিক ও সুসজ্জিত পার্টি সেন্টারের উদ্বোধন উপলক্ষে গতকাল এক জাঁকজমকপূর্ণ ডিনার পার্টির আয়োজন করা হয়েছে।

রেস্টুরেন্টের স্বত্বাধিকারীর আমন্ত্রণে এই ডিনার পার্টিতে বিনোদন অঙ্গনের জনপ্রিয় তারকা, সংস্কৃতি ও মিডিয়া জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব, ব্যবসায়ী, সমাজসেবক এবং শহরের বিভিন্ন পর্যায়ের গুণীজন উপস্থিত ছিলেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা নতুন পার্টি সেন্টারের নান্দনিক সাজসজ্জা, আধুনিক সুযোগ-সুবিধা ও পরিসেবার মান ঘুরে দেখেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, জন্মদিন, বিয়ে, বিবাহোত্তর সংবর্ধনা, ইফতার পার্টি, কর্পোরেট অনুষ্ঠানসহ নানা সামাজিক আয়োজনের জন্য পার্টি সেন্টারটি উপযোগী করে গড়ে তোলা হয়েছে।

ডিনার পার্টিতে সুলেমান রেস্টুরেন্টের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় খাবারের পাশাপাশি বিশেষ মেনু পরিবেশন করা হয়েছিল, যা অতিথিদের মধ্যে বাড়তি আকর্ষণ যোগ করে।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মাহবুবুর রহমান নতুন এই উদ্যোগের মাধ্যমে মানসম্মত আয়োজন ও সেবার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। একই সঙ্গে ভবিষ্যতে আরও নতুন কিছু সংযোজনের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

বিনোদন অঙ্গনের তারকাদের ঝলমলে উপস্থিতি অনুষ্ঠানটিতে আলাদা মাত্রা যোগ করেছে বলে জানান আমন্ত্রিত অতিথিরা। সব মিলিয়ে সুলেমান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের দোতলায় পার্টি সেন্টারের উদ্বোধন ও ডিনার পার্টি শহরের সামাজিক অঙ্গনে একটি উল্লেখযোগ্য আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে।

Link copied!