পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় গভীর রাতে আবারও ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতের এই সংঘর্ষের বিষয়টি দুই দেশের কর্মকর্তারা নিশ্চিত করলেও এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
আফগান তালেবানের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ অভিযোগ করেছেন, পাকিস্তানি বাহিনী কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক এলাকায় হামলা চালিয়েছে। বিপরীতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তরের এক মুখপাত্র দাবি করেন, আফগান বাহিনী চামান সীমান্তে কোনো প্রকার উসকানি ছাড়াই গুলি শুরু করে।
পাকিস্তানের মুখপাত্র মুশাররফ জাইদি জানিয়েছেন, দেশটির নিরাপত্তাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং সীমান্ত রক্ষায় তারা যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। কয়েক দিন আগে সৌদি আরবে কাতার, তুরস্ক ও সৌদি আরবের মধ্যস্থতায় অনুষ্ঠিত শান্তি বৈঠক ব্যর্থ হওয়ার পর এমন পরিস্থিতি তৈরি হলো। সেই বৈঠকের উদ্দেশ্য ছিল গত অক্টোবরের প্রাণঘাতী সংঘর্ষের পরে সীমান্ত উত্তেজনা কমানো।
পাকিস্তানের অভিযোগ—আফগানিস্তানে অবস্থানকারী সশস্ত্র জঙ্গিগোষ্ঠী সাম্প্রতিক সময়ে পাকিস্তানের ভেতরে হামলা বাড়িয়েছে, এমনকি এসব ঘটনার পেছনে আফগান নাগরিকদেরও সম্পৃক্ততা পাওয়া গেছে। তবে কাবুল এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলছে, পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতির দায় তারা নেবে না।
২০২১ সালে তালেবান পুনরায় ক্ষমতায় ফেরার পর সীমান্তে সংঘর্ষ বাড়লেও গত অক্টোবরের ঘটনা ছিল সবচেয়ে প্রাণঘাতী, যেখানে বহু মানুষের প্রাণহানি ঘটে।

আপনার মতামত লিখুন :