ঢাকা শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

মারা গেছেন উত্তর কোরিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান কিম ইয়ং নাম

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪ নভেম্বর, ২০২৫, ০৩:৫৪ দুপুর

ছবি: সংগ্রহীত

উত্তর কোরিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান ও কিম পরিবারের ঘনিষ্ঠ সহযোগী কিম ইয়ং নাম আর নেই।

ক্যানসারজনিত জটিলতায় একাধিক অঙ্গ বিকল হয়ে সোমবার (৩ নভেম্বর) ৯৭ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। মঙ্গলবার (৪ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন কিম ইয়ং নাম। সোমবার তার অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মঙ্গলবার সকালে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন মরদেহের কাছে গিয়ে শ্রদ্ধা জানান এবং পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। বৃহস্পতিবার তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

কিম ইয়ং নাম ছিলেন উত্তর কোরিয়ার ইতিহাসের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি দেশটির প্রতিষ্ঠাতা কিম ইল সুং, তার ছেলে কিম জং ইল এবং বর্তমান নেতা কিম জং উনের তিন প্রজন্মের শাসনামলে গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। যদিও নামের মিল থাকলেও তিনি কিম পরিবারের সদস্য ছিলেন না।

১৯৪৮ সালে উত্তর কোরিয়া প্রতিষ্ঠার পর থেকেই তিনি শাসক পরিবারের প্রতি অটল আনুগত্য প্রদর্শন করে আসছিলেন। এই আনুগত্যের কারণেই তিনি দুই দশক ধরে দেশটির নামমাত্র রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কিম ইয়ং নাম ১৯৯৮ থেকে ২০১৯ সালের এপ্রিল পর্যন্ত উত্তর কোরিয়ার পার্লামেন্ট ‘সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি’র সভাপতি ছিলেন—যা দেশটির আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধানের মর্যাদাসম্পন্ন পদ। শক্তিশালী বক্তা ও প্রচারণাধর্মী ভাষণের জন্যও তিনি পরিচিত ছিলেন। প্রায়ই রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিদেশি প্রতিনিধিদের অভ্যর্থনা জানাতে দেখা যেত তাকে।

তিনি পিয়ংইয়ং বিশ্ববিদ্যালয় ও মস্কো স্টেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছিলেন। বয়সজনিত কারণে ২০১৯ সালে তাকে সরিয়ে দিয়ে চো রিয়ং হে-কে পার্লামেন্টের নতুন প্রধান করা হয়।

Link copied!