বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার ও কমর্চারী ইউনিয়ন (রেজিঃ নং- বি/১৬৯১) নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দ গতকাল বুধবার রেলপথ মন্ত্রানালয়ের মহাপরিচালক মোঃআফজাল হোসেন, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মোহাম্মদ নাজমুল ইসলাম ও পরিচালক ট্রাফিক(পরিবহন) মোঃমিজানুর রহমান, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক , সহকারী পরিচালক এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।এ সময় স্টেশন মাষ্টারদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কমিটির নেতৃবৃন্দদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক আলোচনা করেন। পরবর্তীতে নবনির্বাচিত কমিটির সভাপতি আনোয়ার ফারুক এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জনাব মাজহারুল ইসলাম এর সঞ্চালনায় নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির প্রথম কার্যকরী সভা বাংলাদেশ রেলওয়ে গেস্ট হাউজ কমলাপুর,ঢাকাতে অনুষ্টিত হয়।উক্ত কার্যকরী সভায় শুভেচ্ছা বক্তব্য ও বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি জনাব মোঃ শফিকুল ইসলাম, সহ-যুগ্ম সম্পাদক নাঈম মিয়া, আলমগীর হোসেন , ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান সাজু (লালমনি বিভাগ), আনোয়ার সাদাত লিখন (পাকশি বিভাগ), হাসানুর রহমান (ঢাকা বিভাগ), মাহমুদ হাসান মোরশেদ (চট্রগ্রাম বিভাগ), সহ-সাংগঠনিক সম্পাদক নুর আলম, দপ্তর সম্পাদক রুপন রুপু, প্রচার সম্পাদক মেহেদী হাসান নাবিল, কার্যকরী সদস্য জিয়াউল হক ও মো: তৌহিদুল ইসলাম । সভায় পবিত্র কুরআন তিলাওয়াত ও শ্রীমদ্ভগবদগীতা পাঠের মাধ্যমে সভার শুভ সূচনা হয়।উক্ত সভায় বাংলাদেশের সকল স্টেশন মাষ্টারদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে কেন্দ্রীয় কমিটি নির্বাচিত করায় সবাইকে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।এতে স্টেশন মাষ্টারদের বিভাগীয়/শাখা কমিটি গঠন,ইফতার মাহফিল,মামলার রায় বাস্তবায়ন, অফিস কক্ষ,নাইট এলাউন্স,হলিডে এ্যালাউন্স, ঝুঁকি ভাতা সহ সকল বিষয় নিয়ে দীর্ঘসময়ব্যাপী বিস্তারিত আলোচনা করা হয় এবং ধাপে ধাপে অগ্রাধিকার ও গুরুত্বের ভিত্তিতে সকল বিষয় সমাধানে একমত প্রকাশ করা হয়।পরিশেষে আগামী দিনের আন্দোলন সংগ্রামে বাংলাদেশের সকল স্টেশন মাষ্টারদের একযোগে কাজ করার ব্যত্যয় প্রকাশ করে উক্ত সভার সমাপ্তি ঘোষনা করেন সভাপতি জনাব আনোয়ার হোসেন।

আপনার মতামত লিখুন :